![]() |
ছবি: মা শীতলার ভাঙা প্রতিমা |
ফের বাংলাদেশে মন্দিরে হামলার ঘটনা ঘটলো। তবে এবার হামলায় গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীরা কোনও মৌলবাদী নয়, বরং আশেপাশের মাদ্রাসার ছাত্র। আর তা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, পিরোজপুর সদর উপজেলার কাথুলিয়া গ্রামের শীতলা মন্দিরে গত রবিবার দুপুরে কয়েকজন ছাত্র হামলা চালায়। তাঁরা মন্দিরের ভিতরে থাকা মা শীতলার প্রতিমা ভাঙচুর করে। প্রতিমার হাত, পা ও মাথা ভাঙচুর করে তাঁরা।
পরের দিন মন্দিরের সেবাইত প্রথমে বিষয়টি দেখতে পান। পরে আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতীদের চিহ্নিত করে পুলিশ।
মন্দিরের সেবাইত কালাচাঁদ মন্ডল বলেন, “এলাকাবাসীর কাছে জানতে পারি, রোববার দুপুরে কয়েকটি ছেলেকে তারা মন্দিরের কাছে দেখেছিলেন। সোমবার এলাকাবাসী ভাংচুরের খবর পেয়ে তিন কিশোরকে শনাক্ত করে। তিন কিশোর ভাঙচুরের কথা স্বীকার করে। তাছাড়া তারা ভাংচুরে জড়িত বলে আরও এক কিশোরের নাম বলে।”
সদর থানার ওসি সামসুদুজ্জামান জানান, ধৃতদের সকলের বয়স ১২-১৭ বছর। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের বাড়ি মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে। বাড়ি থেকে এতদূর এসে কেন মন্দিরে হামলা করলো, তা জানার চেষ্টা চলছে।