Breaking Posts

6/trending/recent
Type Here to Get Search Results !

দক্ষিণ ২৪ পরগনা: হিন্দু সংহতির কর্মীদের সক্রিয়তা, লাভ জিহাদের অভিশাপ থেকে রক্ষা পেলো হিন্দু নাবালিকা


মিথ্যা পরিচয়ে প্রেমের জালে ফাঁসিয়ে এক হিন্দু নাবালিকাকে নিয়ে এসেছিল এক মুসলিম যুবক। আর সে খবর কানে পৌঁছাতেই তড়িঘড়ি ব্যবস্থা নিলো হিন্দু সংহতির কর্মীরা। ওই হিন্দু নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত মুসলিম যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত ১০ নং কুমড়াখালী গ্রামের।

জানা গিয়েছে, বাসন্তী থানার ১০ নম্বর কুমড়াখালী গ্রামের বাসিন্দা ইউসুফ গাজী, ইউসোযাব গাজী ও যাজবীর গাজীর বাড়িতে হঠাৎ করে আজ বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বহু লোকজনের আগমন। কিন্ত ওই বাড়ির কারও বিয়ে হচ্ছে না। এবং যে ছেলে মেয়ের বিয়ে তারা ওই এলাকায় অপরিচিত দুটো মুখ। সন্দেহ হয় ওই এলাকায় হিন্দু সংহতের কর্মীদের।

 তারপরই হিন্দু সংহতির কর্মীরা খোঁজ খবর নেওয়া শুরু করে। জানা যায় যে আসল ঘটনা একটু আলাদা। একটু খোঁজখবর করতেই জানা যায় যে রাজীব সরদার নামে ছেলেটি এই বাড়ির ভাগ্নে সম্পর্ক। তার বাড়ি ক্যানিংয়ে। তার বাবার নাম মোক্তার সরদার, মায়ের নাম সরিফা। ক্যানিংয়ে তাদের ফলের দোকান আছে।

আরও জানা যায় যে রাজীব একটা হিন্দু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দিয়ে  তুলে নিয়ে এসেছে তার মামার বাড়িতে। আর সেখানে তাদের বিয়ে দেওয়ার জন্য এই আয়োজন। মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানা যায় মেয়েটি নাবালিকা। বয়স সবে ১৬ বছর। মেয়েটিও ক্যানিংয়ের বাসিন্দা। সঠিক তথ্য সামনেই আসতেই হিন্দু সংহতির কর্মীরা ওই বাড়িতে হাজির হয়। মেয়ে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে।  

এদিকে মেয়ের বক্তব্য অনুসারে, সে জানতো না ছেলেটি মুসলিম। রাজীব নাম দিয়ে প্রেমের সম্পর্ক হয়েছিল দুজনের। খবর দেওয়া হয় থানায়। কিছুক্ষনের মধ্যে বাসন্তী এবং ক্যানিং থানার পুলিশ আসে ঘটনাস্থলে। হিন্দু সংহতির ছেলেরা এদিক-ওদিক খোঁজাখুঁজি করে কচুবন থেকে রাজীব সরদারকে খুঁজে এনে পুলিশের হাতে তুলে দেয়। মেয়েটিকেও তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Ads Bottom